নতুন করে জন্মাবো আবার যত-ই করবি খুন
রবির আলোয় স্বদেশ আমার রাঙ্গাবো দ্বিগুণ।
এই আলো এমনই যারে নিভিয়ে দেয়া যায় না
শুনে রাখ ওরে মূর্খ সবে যতই করিস বায়না।

এই দেশেরই মাটি ও ফসলে গড়া এই মনপ্রাণ
রক্তে আমার রয়েছে মিশে এ মাটির জয় গান।
হৃদয় আমার লাল সবুজের গরবে আত্মহারা
বায়ান্ন আর একাত্তোরের চেতনা জীবন ধারা।

বুকের খুনে দেশ এনেছি দেশ আনেনি মোরে
করবি নিঃশেষ আমারে কোন শক্তির জোরে?
স্রষ্টা ছাড়া এমন ক্ষমতা নাই কারো এই দেশে
আমরা জানি মরিতে এই দেশটা ভালোবেসে।

উড়ে যাবি সব খরকুটাসম আসবে নতুন ভোর
'দাবায়ে রাখতে পারবে না' পড়ে কি মনে তোর?
এই দেশ ও এই মাটির তরে মরবো হাজারবার
যত-ই আমাকে চড়াবি শূলে জন্মাবো আবার।
*****

রচনা কালঃ ০৮ নভেম্বর ২০২৪