রক্ত বেঁচে কিনেছিলাম
এক মুঠো প্রেম
মোড়ক খুলে তাতে শুধু
দুঃখই পেলেম।
মরীচিকার পিছনে ঘুরে
আমি যে রণ ক্লান্ত
নীল বেদনায় নিঃস্ব হয়ে
হলেম সর্বশান্ত।
সুখের লাগি দুয়ার খুলে
দুঃখের সীমা নাই
কি হতে কিযে হয়ে গেল
স্বপ্ন পুড়ে ছাই।
স্বপ্নগুলো হারিয়ে গেছে
মিথ্যে ভালোবাসায়
তবুও স্বপ্ন দেখেই যাচ্ছি
একটু সুখের আশায়।
তবুও জীবন যাচ্ছে চলে
জীবনের ঠিকানায়
জীবন থেমে থাকে নাতো
ছুটে চলে মোহনায়।
স্বপ্ন তবুও হাতছানি দেয়
স্বপ্নেরা মরে না
আঁধারে ডুবে অন্তর মম
সুখ নেশা ছাড়ে না।
*****
রচনা কালঃ ৬ মার্চ ২০২৪