লাল সবুজের ঐ পতাকায় যার ছবি আছে আঁকা
চিরকাল এই জাতির হৃদয়ে থাকবে সে নাম পাকা
যার তর্জনীর ইশারাতে হলো স্বাধীনতার সংগ্রাম
বিজয়ী এ জাতির অন্তরে রবে চিরকাল তার নাম।

শোষিতের লাগি লড়ে যাওয়া সংগ্রামী সেই নেতা
বলছি আমি জাতির জনক শেখ মুজিবের কথা
তোমরা যতই আঘাত করো লাগে না তো অপমান
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান।

'একটি জাতির জন্ম' ইতিহাসে রয়েছে লেখা নাম
মুছে দিতে কেহ পারবে না কভু দিয়াছি কতো দাম
শোষকের বুকে কাঁপন ধরানো ছিল যার হুংকার
হৃদয়ে আছে সেই প্রিয় নাম এ জাতির অহংকার।

এদেশে জন্মি এ জাতির হয়ে যে জন হিংসে তারে
সেই জনে বলো কেমন করে এ জাতির হতে পারে
এ দেশের বুকে জন্মেছি আমি এ জাতির-ই সন্তান
আমার আছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান‌।

এ দেশের বুকে জন্মেছি আমি নইতো ঠিকানা হীন
এ মাটির জলে ফুল ও ফসলে অনেক রয়েছে ঋণ
উন্নত শিরে বলি গৌরবে আমি এ মাটির-ই সন্তান
আমার আছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
*****

রচনা কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪