বীর জনতা দেখবো বলে মন করেছিল আরজ
গিয়ে দেখি সেথায় বসা আছে একদল জারজ।
পিতার নাম এখনো যাদের রয়ে গেছে অজানা
চিনে নি তারা আজও বাংলার আসল ঠিকানা।

দুর্বৃত্তদের আস্ফালন আমি নিজ চোঁখে দেখেছি
করিতে পারিনি প্রতিবাদ তাই নীরবেই কেঁদেছি।
অসুর নাচন দেখিয়াও করিতে পারিনি চিৎকার
অপরাধে তাই নিজেকেই দিয়েছি আমি ধিক্কার।

বিজয়ের স্মৃতি মুছিতে চাইছে পরাজিত হায়েনা
বাংলার বুকে আঘাত দেখে প্রাণে আর সহে না।
শোকের এই দিনে আমরা তোমায় কথা দিলাম
যা গেছে তা আনবো ফিরিয়ে এই শপথ নিলাম।

আশা ভরসায় এই বাড়ি ছিল বাঙালির আশ্রয়
স্বাধীনতার এই বাতিঘর মনে রবে চির অক্ষয়।
কাপুরুষদের বর্বরতা দেখিলো সারাটা জাহান
কেমন করে করিতেছে খুন বাংলাদেশের মান।

কি দোষ ছিল ছোট্ট শিশু রাসেলের খেলনার
স্বপ্নের মতো স্বাধীনতা দেখা ঐ কালো চশমার
কি দোষ ছিল ইট পাথরের জাগে মনে বিস্ময়
জবাব তোদের দিতেই হবে দূরে নয় সে সময়।
*****

রচনা কালঃ ১৫ আগষ্ট ২০২৪