যে যাই বলে বলুক আমি জয় বাংলার লোক
আঁধার রাতে ঝাঁঝরা করে বাংলাদেশের বুক
চেয়েছিলি তোরা ভুলে যেতে পরাজয়ের দুখ
সেদিন তোরা খুন করেছিলি জনকের বিশ্বাস
তোরাই আবার গড়লি নতুন খুনের ইতিহাস।

যতই দেখাস অসুর নাচন মুছবে না এই শোক
কি করে ভুলি রক্ত মাখানো বাংলাদেশের মুখ
সেদিন হরণ করেছিলি তোরা স্বাধীনতার সুখ
একদিন ঠিক বুঝবি ওরে যেদিন ভাঙবে বুক
যে যাই বলে বলুক আমি জয় বাংলার লোক।‌

ইটে পাথরে নহে তো বাঁধা বাঙালির এই শোক
ভেবেছিস তোরা পথরোধ করে স্তব্ধ করবি মুখ
ওরে নির্বোধ কেমনে বাঁধবি এই হৃদয়ের শোক
কি দিয়ে তোরা বাঙালির মনে গড়বি অন্তরায়
প্রাণের ভয় দেখিয়ে কভু মনটা কি বাঁধা যায়?

বুনো উল্লাসে করছিস খুন নিজেই নিজের সুখ
যেদিন শোকটা শক্তি হবে কি করে দেখাবি মুখ
একদিন জানি কাঁদবি তোরা হারিয়ে সকল সুখ
সেদিন ঠিক বুঝবি ওরে কোথায় আমার শোক
যে যাই বলে বলুক আমি জয় বাংলার লোক।

কোটি বাঙালির আপন স্বজন হারানোর শোক
কি করে ভুলিব এই দিনটি যতই আঘাত হোক
এই দিনে যে ক্ষত করেছিলি বাংলাদেশের বুক
শত আঘাতেও তোমার স্বপ্ন দেখে যাবে দুচোখ
যে যাই বলে বলুক আমি জয় বাংলার লোক।
*****

রচনা কালঃ ১৬ আগষ্ট ২০২৪