হে প্রভু মেহেরবান শুনো কি আহাজারি
দুয়ারে দাঁড়িয়ে কাঁদি অসহায় এ ভিখারি
আমি তো গুনাহগার চাই করুনা তোমার
তুমিই তো মালিক আমি বান্দা তোমারি।

সাথী তো কেউ হবেনা করেছ তা ঘোষণা
পুলসেরাত কে তরাবে ও দয়াল রব্বানা
তুমি ছাড়া কে হবে আর সেদিনে কান্ডারি
দুয়ারে দাঁড়িয়ে কাঁদি অসহায় এ ভিখারি।

নাই তো ঘাটের কড়ি তাই ওগো ভয়ে মরি
তুমি বিনা ওই নিদান কেমনে দিবো পারি
নিঃস্ব আমি সর্বহারা কে আছে তুমি ছাড়া
তুমি সর্ব সহায় ওগো এ পাপীর অন্তর্যামী।

বসে তব সকাশে কান্দি গো ক্ষমার আশে
বিনয় করি বারে বার আমি যে পাপাচারী
তুলিয়াছি এ'দুহাত কবুল কর মোনাজাত
ফিরাইওনা দোহাই সব শুভ নাম তোমারি।

দুয়ারে দাঁড়িয়ে কাঁদি অসহায় এ ভিখারি
তুমিই তো মালিক আমি বান্দা তোমারি
তুমি ছাড়া কে হবে আর সেদিনে কান্ডারি
ফিরাইওনা দোহাই সব শুভ নাম তোমারি।
*****

রচনা কালঃ ২৩ আগষ্ট ২০২৩