দেখছো তুমি সুখে আছি
সুখ কাহারে কয়
সকাল দুপুর রাত্রি নিশি
সুখের অভিনয়

এখনো ঠিক এই দু হাতে
হাতের ছোঁয়া লাগে
দুষ্টু মিষ্টি গল্পের আসর
বসে অলস ভাগে

মাঝে মাঝে ঠোঁটের উপর
আলতো ছোঁয়া লাগে
ঘুমের ঘোরে মনে হয় বুঝি
ফিরে এলে অনুরাগে

কষ্ট পেলে জড়িয়ে রাখি
শূন্য বুকের মাঝে
বুকটা তবু খা খা করে
সকাল দুপুর সাঝে

সবই আছে আগের মত
তবুও আঁখি ঝড়ে
নিয়ম করে চলছে দেহ
মনটা গেছে মরে
*****

রচনা কালঃ ২৯ ফেব্রুয়ারি ২০২৪