ওরে কাপুরুষ ওরে পিশাচের দল
কোন গর্ভেতে জন্ম তোদের
কেমন বাপের জল!
মা-বোন দেখেও তোদের ঝড়ে লালা
পাঠশালা আর উপাসনালয়
তোদের রঙ্গসালা!
তোরা পাষণ্ড তোরা নরকের পোকা
শিক্ষাগুরুর রং মেখে তোরা
মানুষকে দিস ধোঁকা!
জানোয়ার তোরা দেখছি ভন্ড অতি
ধর্ম লেবাসে লুকানো তোদের
এ কেমন ভীমরতি!
***
রচনাকালঃ ১৫ এপ্রিল ২০১৯