জাগো বাঙালি ওই দেখো চেয়ে
আবার এসেছে হায়না
জানোক তারা বাঙালি কে কভু
দাবিয়ে রাখা যায় না।

আমার সোনার বাংলা শুনিলে
যাদের অন্তর জ্বলে
সেই শকুনেরাই খামচে ধরেছে
দেশটাকে ছলে বলে।

ভিটা মাটি হীনা দুঃখী জনতার
সরকারি অনুদান
হরিলুট আর জ্বালাও পোড়াও
করতেছে শয়তান।

আর কতোকাল থাকবে নীরবে
অচেতন হয়ে তুমি
শিক্ষাগুরুরা অসহায় আজকে
জ্বলছে স্বদেশ ভূমি।

বাঙালিরা শুধু মরতে জানে না
বাঁচাতেও পারে প্রাণ
বুকের শোণিতে রাঙিয়ে জীবন
হলো কতো মহিয়ান।

কতো প্রিয়জন এ দুঃখী জননী
দিয়েছেন বলিদান
রয়েছে এ কথা ইতিহাসে লিখা
কতো বোন দিল মান।

কাঁদছে পতাকা কাঁদছে স্বদেশ
চারিদিকে হায় হায়
জাগো বাঙালি বাঁচাও এ দেশ
আর তো সময় নাই।

সজল নয়নে দুঃখী মা আমার
করিতেছেন আহবান
সময় হয়েছে জাগো বাঙালিরা
দিতে হবে প্রতিদান।
*****

রচনা কালঃ ৩০ অক্টোবর ২০২৪