আমি মেহেদী পাতার মতো,
অপরের সুখে ভুলে থাকি স্বীয়
হৃদয়ে লুকানো দুঃখ যাতনা যতো।

তোমরা দেখছো সবুজ পাতা,
দেখছো না কেউ ভেতরটা তার
কোন সে বিষে হয়েছে কতটা ক্ষত।

খুশি আনন্দে রাঙাইছ তনুমন,
জানলে না কেউ কোন আঘাতে
হৃদয়ের মাঝে এতোটা রক্তক্ষরণ।

তোমাদের মন রাঙিয়ে দিতে,
বুঝলে না কতো বিষের যাতনা
এ বুকের মাঝে করেছি আলিঙ্গন।

না শুনে কভু এ মনের কান্না,
সবুজের আড়ালে জমানো খুনে
মনের খুশিতে আঁকিছ আলপনা।

তোমরা কখনো জানলে না,
কোন আঘাতের শোণিত ধারায়
রাঙিয়ে অপরে ভুলে থাকি বেদনা।
*****

রচনা কালঃ ২৮ অক্টোবর ২০২২