দিবানিশি এক করে সুখ খুঁজে রবিউল
জীবনের অংকতে করে ফেলে মহাভুল
স্বর্ণালী ক্ষন গেলো কাঁটে তার-ই চিন্তায়
একদিন দেখে সব হয়ে গেছে ছিনতাই।

ছিনতাই কারীদের ছিল এক মহাজোট
ভুল চুক যাই থাক এক হয়ে দেয় ভোট
একই সাথে খায় দায়, একই সাথে গল্প
অপরের আনন্দে তারা খুশি হয় অল্প।

সুখের পশরা নিয়ে পিছে করে ঘুরঘুর
ছিনতাই করে সবই পালিয়েছে বহুদূর
দুঃখি রবিউলে তবু হারায় না মনোবল
খুঁজে বেড়ায় সুখ পাখিটার কোলাহল।

জীবন পরীক্ষাতে বুঝে গেছে রবিউল
একালে সুখ চাওয়াটাই ছিল বড় ভুল
নিজের ভুলের কাছে হয়ে কুপোকাত
সবকিছু হারিয়ে কাঁদে বসে দিন রাত।

যা কিছু চাওয়া ছিল ছোট্ট এ জীবনে
একে একে সবকিছু বলে সে গোপনে
বিধাতার কাছে তার অনুরোধ একটা
পরকালে যেন মিলে ঐ সুখ পাখিটা।
*****

রচনা কালঃ ৫ জুলাই ২০২৪