কি ব্যথা এই বুকে পারিনা তো কইতে
দেহ মন অনুক্ষণ পারে না তো সইতে।
এ দেশের স্বাধীনতা চায়নি যে বাহিনী
তারাই আজ গাইছে বিজয়ের কাহিনী।

মুক্তিযোদ্ধা যারা সঁপে ছিল প্রাণ মান
অপরাধী সম তারা হইতেছে অপমান!
স্বাধীন এই দেশে যেন তারাই অস্পৃশ্য
সহেনা যে নিজ চোখে দেখে এই দৃশ্য।

এতদিন ছিল যারা মুখ ঢেকে লুকিয়ে
ভাবখানা যেন গেছে অপরাধ চুকিয়ে!
খামচে ধরেছে ওরা এদেশের পতাকা
প্রতিশোধ উল্লাসে তলোয়ার আঢাকা।

মাঠে ময়দানে আর মিডিয়ায় বকবক
শুনে হৃদয়ের মাঝে খুন করে টগবগ।
বুঝাতে পারবো না কি ব্যথা এই বুকে
দেশে রাজ করছে রাজাকার শাবকে।

ক্ষোভ ব্যথা অভিমান করে তুল শক্তি
এদেশের প্রতি যদি থাকে প্রেম ভক্তি।
সংগ্রাম গড়ে তুল ছিঁড়ে সব নাগপাশ
আবার গড়তে হবে এক নব ইতিহাস।
*****

রচনা কালঃ ৩০ ডিসেম্বর ২০২৪