সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এদেশ ভাই
দুনিয়া জুড়ে এতো রূপ আর কোথায় বল পাই।
ধর্মে বর্ণে নানান মতের মানুষ আছে এই দেশে
সুখে ও দুখে একসাথে রই এদেশকে ভালবেসে।
আপন স্বার্থে কখনোই যেন হারিয়ে না যায় পথ
এদেশের তরে সকলের সাথে থাকুক ঐক্যমত।
বিশ্বের মাঝে সোনার বাংলা করিবেই ঝিলমিল
এদেশ থাকবে সবার উপর এই হোক অন্তমিল।
দেশকে যদি পুরনো শকুনে খামচে ধরে আবার
সবাই মিলে তখনই তাদের করতে হবে সাবাড়।
অবাক হয়ে দেখিবে দুনিয়া আমাদের সম্প্রীতি
দেশ ও জাতির স্বার্থে আমরা তুচ্ছ করি ভীতি।
লাল সবুজ এই স্বাধীন দেশের জাগ্রত জনতা
এসো ভাই সব দেশের তরে গড়ে তুলি একতা।
মুক্ত স্বাধীন এই দেশটা তোমার আমার সবার
ধর্মে বর্ণে থাকুক না ভেদ সম্প্রীতি হবে শ'বার।
*****
রচনা কালঃ ০১ ডিসেম্বর ২০২৪