আয় ছেলেরা আয় মেয়েরা
চাঁদ দেখতে যাই
চাঁদের ভেলায় ঈদ আসবে
বরণ করবো তাই।
ঐ দেখা যায় চাঁদ উঠেছে
এলো খুশির ঈদ
মনে খুশির বান ডেকেছে
চোখেতে নাই নিদ।
ঈদের দিনে মা রাঁধবেন
স্বাদের খানাপিনা
বাবা দিবেন রঙিন জামা
খুশির আলপনা।
ছড়িয়ে দেবো ঈদ আনন্দ
বিভেদ নাহি রবে
দুঃখি অনাথ সবার সাথে
অনেক মজা হবে।
*****
রচনাকালঃ ১৮ মে ২০২০