রমজানের রোজার শেষে
ঈদ এসেছে ভাই
ঈদ এসেছে ঈদ এসেছে
ঈদ এসেছে ভাই।

ফিরনি পায়েস মন্ডা মিঠাই
আরো আছে লাচ্ছা সেমাই
হৈ-হুল্লোড় আনন্দেতে
মেতে আছি তাই।
ঈদ এসেছে ঈদ এসেছে
ঈদ এসেছে ভাই।

নতুন নতুন জামা পাবো
দুহাত ভরে ইদি নেবো
বন্ধুরা সব মিলেমিশে
খুশির গান গাই।
ঈদ এসেছে ঈদ এসেছে
ঈদ এসেছে ভাই।
*****

রচনাকাল: ২০ মে ২০২০