তোমারে কভু দেখিনি দুই চোখে
তোমার কথা শুনেছি শুধু
জনতার মুখে মুখে।

তুমি ছিলে এক আমৃত্যু সংগ্রামী
দেশটা ছিল তোমার কাছে
জীবনের চেয়ে দামী।

দাদুর মুখে শুনেছিলাম এই কথা
শোষিতের বঞ্চিতের তুমি
ছিলে মহান নেতা।

তোমার দৃঢ়তা এনেছে স্বাধীনতা
বাবা আমায় বলেছেন তুমি
আমার জাতির পিতা।

তুমি ছিলে এ জাতির মনে প্রাণে
মায়ের কন্ঠে তুমিই ছিলে
ঘুম পাড়ানির গানে।

ভাই'র শক্তি সাহসে তুমি সাধণা
দিনপঞ্জির পাতায় পাতায়
তুমিই অনুপ্রেরণা।

তুমি ছিলে বাঙালির অভিবাবক
বোনের অবিচল আস্থা তুমি
বাংলার মহানায়ক।

ন্যায়ের পক্ষে নীতি ছিল অক্ষয়
শিক্ষাগুরু বলতেন সদাই
তুমি ছিলে নির্ভয়।

বন্ধুরা বলে তুমি ছিলে জনতার
বিশ্বের মাঝে তুমিই ছিলে
বাংলার অহংকার।

বিশাল হৃদয় ছিল মমতায় ঘেরা
বিশ্ব বাঙ্গালীর অন্তরে তুমি
হাজার বছরে সেরা।

নিরন্ন জনতার তুমি ছিলে আশা
অধিকার হারা এই বাঙালির
তুমি শেষ ভরসা।

খুঁজিনি আমি ইতিহাসের পাতায়
যখন তোমার নাম দেখেছি
বাঙালি মনের খাতায়।
*****

রচনা কালঃ ৫ আগষ্ট ২০২৪