এইখানে তোর দাদীর কবর
মাটির বিছানায়
ঘুমিয়ে রয়েছে বেহেশতেরই
সুখের ঠিকানায়।
নিজের কথা ভাবেনিতো কভূ
আমাদেরে ভালোবেসে
দুঃখ অভাবে যা ছিল বেদনা
পায়ে দলে হেসে হেসে।
তোদেরে লইয়া স্বপ্ন হাজার
দেখেছে জীবন ভর
জ্ঞানে ও মানে বড় হবি তোরা
এই দুনিয়ার 'পর।
দুই হাত তুলি দোয়া করি আয়
হে খোদা দয়াময়
পরপারে তোর দাদীর যেন
বেহেস্ত নসিব হয়।
*****
রচনাকাল: ১১ই সেপ্টেম্বর ২০১৯
নোট: আমার ছেলেকে নিয়ে মায়ের কবর জিয়ারত। তখনকার ভাবনা থেকে লিখা।