জ্ঞানের আলো বিতরণ করে যারা হলো মহিয়ান
তুমি ছিলে সেই প্রাণ ওগো তুমি ছিলে সেই প্রাণ।
অসময়ে তুমি চলে গেলে ওগো সবারে কাঁদিয়ে
আকাশটা আজ পরলো ভেঙে হৃদয়টা খান খান
তুমি ছিলে সেই প্রাণ ওগো তুমি ছিলে সেই প্রাণ।

হাজার কচি প্রাণে তুমি দিয়েছো জ্ঞানের আলো
শিক্ষা দিয়েছো মুছতে হবে জগতের সব কালো
তোমার আদর সোহাগ স্নেহ দিয়েছ উজার করে
সেইদিন গুলি ভুলিনি আজো মন করে আনচান
তুমি ছিলে সেই প্রাণ ওগো তুমি ছিলে সেই প্রাণ।

তোমার দেওয়া শিক্ষা মোরা ভুলব না কোনদিন
তোমার কাছে থাকবে মোদের জনম জনম ঋণ
তুমি ছিলে মোর শিক্ষাগুরু কেমনে বলি বিদায়
সুখি নিদ্রায় চিরকাল থেকো হে মমতাময়ী প্রাণ
তুমি ছিলে সেই প্রাণ ওগো তুমি ছিলে সেই প্রাণ।

জ্ঞানের আলো বিতরণ করে যারা হলো মহিয়ান
তুমি ছিলে সেই প্রাণ ওগো তুমি ছিলে সেই প্রাণ।
*****

রচনা কালঃ ২৬ জুন ২০২৪