আজকে আমাদের মিলন মেলায়
আছেন যত গুনিজন
আমার সালাম আর ভালোবাসা
করিবেন সবাই গ্রহন।

মিলেমিশে একসাথে কাটাবো বেলা
কুশলাদি হবে বিনিময়
আনন্দ হাসি খেলা আমাদের এই মেলা
বিরহ ব্যাথা কভূ নয়।

আজকের এই ক্ষণে মিলেছি মোরা
ভালোবাসা বিলাবো সবার তরে
সুখে থাক দুনিয়ার সকল মানুষ
এই ব্রত রাখি মোরা অন্তরে।

প্রেমপ্রীতি ভালোবাসা থাকবে মনে
ভুলিবো না তুমি মোর ভাই
দুনিয়ার বুকে যত মানুষ আছে
এমন আপন আর নাই।

এমন সুখের দিন বারবার আসুক
চাইছি ওগো দয়াময়
চির জাগরূক থাক এই বন্ধন
আসেনা কভূ যেন ক্ষয়।
*****
রচনাকালঃ ৫ মার্চ ২০১৭