কোথায় আছো গো তুমি প্রভু দয়াময়
তোমারে দেখিতে ওগো খুব মনে লয়
কোথায় আছো গো তুমি প্রভু দয়াময়
তোমারে দেখিতে ওগো খুব মনে লয়
শুনেছি বিরাজো তুমি সদা সব খানে
তবু কেন দেখো না কি ব্যথা এ প্রাণে
শুনেছি তোমার কাছে রহে না গোপন
বলা না বলা আমার সকল আলাপন
আমি পাপী অপরাধী অধম অতিশয়
তুমি ছাড়া এ ব্যথার হবে না গো ক্ষয়
কোথায় আছো গো তুমি প্রভু দয়াময়
তোমারে দেখিতে ওগো খুব মনে লয়
শেষ বিচারের দিনে না জানি কি হয়
কি নামে ডাকিলে হবে সব বাধা জয়
তোমার স্বরূপ দেখে হতে চাই অঙ্গার
বোঝনা কেন গো তুমি ওহে নিরাকার
তুমি ছাড়া এই জগতে আমি অসহায়
দাওনা বলে তোমায় কেমনে গো পাই
কোথায় আছো গো তুমি প্রভু দয়াময়
তোমারে দেখিতে ওগো খুব মনে লয়
ব্যাকুল এ পরাণে ডাকি দিবা নিশুতি
তবু কেন শোনো না এ মনের আকুতি
আঁখি জলে দিবা-নিশি খুঁজি সাহারা
কেমন আহ্বানে তুমি দিবে গো সাড়া
একবার আওয়াজ দাও যদি দয়া হয়
দেখা দাও আমায় তুমি হে করুণাময়
কোথায় আছো গো তুমি প্রভু দয়াময়
তোমারে দেখিতে ওগো খুব মনে লয়
*****
রচনা কালঃ ০২ মার্চ ২০২৫