জাগো মোমিন দেখো তোমরা নয়ন মেলে
আল কুরআনে আমার আল্লাহ্ কি বলে।
ছয় দিনে তৈয়ার করে এই রঙের দুনিয়া
মহা জগৎ চালাইতেছেন আরশে বসিয়া।
উম্মি থেকে একজন তিনি করিয়া বাছাই
আপন বাণী দিয়া তাঁরে এই ভবে পাঠায়।
দূর করিবে যিনি এই জগতের সব কালো
তিমির অন্ধকারে দিবেন জ্ঞানের আলো।
সেই আলো নিভিয়া যাবে একদিনেই হায়
আল কুরআনে লেখা তাহাই দেখতে পাই।
সেই সময় হইবে কবে জানিতে চায় সবে
নবী বলেন তিনশো বছর যখন পূর্ণ হবে।
নিভিলে দ্বীনের আলো কোথায় পাব তারে
ব্যাকুল হইয়া সাহাবাগণ বলে বারে বারে।
খোদা বলে আবারও তাঁর হইবে আগমন
আখারিনদের সাথে তাঁহার ঘটিবে মিলন।
থাকিবে না ঈমান মিথ্যায় ভরবে ধরাধাম
অন্তরে গুমরাহী থাকবে লেবাসে ইসলাম।
নবী বলেন ঈমান যদি সুরাইয়াতেও যায়
পার্শিয়ান দিশারী কতক আনবে দুনিয়ায়।
আল্লাহর একদিন সমান হাজার বর্ষ হলে
তেরো শতাব্দী হয় তিনশো যোগ করিলে।
তেরো শতক পরে নিজে ভাবিলে দ্বীনদার
আল্লাহ্ নবীর কথা কি সত্যি থাকে আর?
আল্লাহ্ নবীর কথা মতে ঈমান ভবে নাই
পারস্য দিশারীর কাছে খুঁজে দেখো তাই।
এছাড়া যে কেউ দিলেই ঈমানের ঘোষণা
বেহুদা সব বয়ান তথায় ঈমান পাইবে না।
জাগো মোমিন দেখো তোমরা নয়ন মেলে
আল কুরআনে আমার আল্লাহ্ কি বলে।
করবে যারা আল্লাহ্ ও এই নবীর পায়রবি
আল্লাহ্ তালার নৈকট্য শুধু তাদেরই দাবি।
*****
রচনা কালঃ ২৫ ডিসেম্বর ২০২৪