একদিন আমিও চলে যাব দূর নীলিমায়
হয়তো সেদিন আর বেশি দূরে নয়
অভিমানে তুমি ভিজাবে চোখের পাতা
স্মৃতিতে ভাসিয়ে ঐ সুখের সময়।

কতো হাসি গানে মান অভিমানে
দু'জনের খুনসুটি বেলা অবেলায়
এ চোখে চোখ রেখে
দুটি হাতে হাত রেখে
মেঠো পথে হেঁটেছি দূর অজানায়।

ভরা পূর্ণীমা রাতে রূপসী বরষাতে
বুকে মাথা রেখে ঐ নীল চাঁদোয়ায়
জীবনের ছক কতো
এঁকেছি মনের মতো
রূপালি জোছনায় ভেসে দু'জনায়।

সুখের সেদিন গুলো আজও অমলিন
ঝিকিমিকি করে দুটি চোখের তারায়
সাজানো স্বপ্নগুলো
হয়েছে এলোমেলো
যদি পারো ক্ষমা করে দিও গো আমায়

একদিন আমিও চলে যাব দূর নীলিমায়
হয়তো সেদিন আর বেশি দূরে নয়
অভিমানে তুমি ভিজাবে চোখের পাতা
স্মৃতিতে ভাসিয়ে ঐ সুখের সময়।
*****

রচনা কালঃ ১১ অক্টোবর ২০২২