স্বপ্ন ছিল জীবনটা হবে একটি কাব্য গাথা
পাতায় পাতায় থাকবে লেখা শুধুই প্রেমের কথা
পাহাড় থেকে ঝরনা ধারা যেমন ঝরে পড়ে
তেমনি তোমার প্রেম ধারা ঝরবে আমার 'পরে।
পাখি হয়ে গাইবে তুমি মনের দুয়ার খুলে
রক্ত গোলাপ জবা তোমার সাথেই উঠবে দুলে
পরী হয়ে নাচবে তুমি হৃদয় প্রেম বাগানে
জুড়িয়ে নেবো তপ্ত পরান মাতাল সমিরনে।
স্বপ্ন ছিল তোমায় নিয়ে দেখবো নীল আকাশ
তোমায় নিয়ে লিখবো বিশাল প্রেমের উপন্যাস
থাকবে তুমি হৃদয় জুড়ে পদ্যে গদ্যে ছন্দে
বিহঙ্গ প্রাণ তোমায় নিয়ে ভাসবে প্রেম আনন্দে।
স্বপ্ন ভাঙার মন্ত্র নিয়ে আসলো প্রেমের দেবী
ভালোবাসার মায়াজালে কেড়ে নিলো সবই
চোখের জলে স্বপ্নগুলো হাওয়ায় ভেসে গেলো
কিছুই পূর্ণ হলো না আর জীবন এলোমেলো।
*****
রচনা কালঃ ০৮ জুলাই ২০২৪