সাধ জেগেছে রাজা সাজার
যাচ্ছে মোরগ বনে
তাইতো কারো ভালো কথা
ধরছে না তার মনে।

যে-ই বা তার চাইবে ভালো
তাহার সাথেই আড়ি
ভাবছে এবার রাজা হয়েই
যাবে তাড়াতাড়ি।

ওই বনেতে শিয়াল মামার
আছে অনেক রাজা
খামচে দিলে বুঝবে তখন
রাজা সাজার মজা।
*****

রচনা কালঃ ৫ ডিসেম্বর ২০২৩