আর কতোকাল ওহে বাসার
কার আশায় তব ইনতেজার?
কি দেখছো চেয়ে আসমানে
খুঁজে দেখো তাঁরে কুরআনে।

মিছে আশায় গেলো অগ্রজে
তুমিও রয়েছো সে ভুল বুঝে!
যদিওবা রহে তোমার অনুজ
পাবেনা সেখানে তাঁহার খুঁজ।

আসার যে ছিল এসে গেছে
রয়ে গেছো পরে তুমি পিছে।
পাহাড় জমি আর অন্তরীক্ষে
কান পেতে শোনো ঐ ডাকে।

এতটা বছর হে মোমিন তুমি
পথ চেয়ে আছো যার আশে!
চেয়ে দেখো ওই মসিহ্ রূপে
দাঁড়িয়ে সত্য তোমারি পাশে।

আর রহিও না ঘুমের ঘোরে
সাঁঝের বেলা যায় যে উড়ে।
ওপার থেকে আসলে সমন
পাইবে না আর সময় ফিরে।

ঈমানের দাবি থাকতে সময়
আঁখি মেলে দেখো সত্যেরে
গুমরাহী ছেড়ে ওহে মোমিন
তুমি মাহদীরে নাও অন্তরে।
*****

রচনা কালঃ ২৪ অক্টোবর ২০২৩