ফিলিস্তিনকে রক্ষা করতে
মুঠোয় নিয়েছি প্রাণ
জিহাদ করে দুষমন সব
করবোই খান খান।
কপালে কলেমার নিশান
হাতে নিয়েছি অসি
ধর্মীয় জ্ঞান যাহাই থাকুক
জিহাদ ভালোবাসি।
আল্লাহ নবীর নাম নিয়ে
স্লোগান দিব খাসা
লুণ্ঠন আর ভাঙচুর হবে
প্রতিবাদের ভাষা।
লুট করিব জামা কাপড়
লুট করিব জুতা
লুণ্ঠন করে ইসরাইলেরে
মারবো মরণ গুতা।
চিৎকারে গলা ফাটাবো
হাজার মাইল দূরে
পথে প্রান্তরে রণ সংগীত
গাইবো জিহাদী সুরে।
কলেমা খচিত পতাকায়
রূপটা আছে ঢাকা
নাইবা হলাম শহীদ গাজী
বেহেস্ত ভাই পাকা।
*****
রচনা কালঃ ০৮ এপ্রিল ২০২৫