হঠাৎ সেদিন রাতের বেলায় ঘুমের ঘোরে দেখি
জাতির পিতার সম্মুখে বসা দুজনাতে চোখাচোখি।
পরম আদরে মুচকি হাঁসিয়া শুধালো আমায় ওরে
কি দেখছিস এমন করে, ভেবেছিস গেছি মরে?
আঁখি জল মুছে বলি, পিতা! তা হয় কেমন করে!
তুমি বেঁচে রবে চিরকাল এই বাঙালির অন্তরে।
শুধালো আমায়, কেমন আছে বাংলার জনগণ?
তোদের জন্য আজোও কাঁদে আমার অবুঝ মন।
সজল নয়নে বলি, পিতৃ শোকে দেশের মাটি ও নদী
আজোও কাঁদে আবার তুমি ফিরিয়া আসিতে যদি!
কেমন আছে বল আমার রেনু তোদের দুঃখিনী মাতা
উত্তাল সেই দিন গুলিতেও সে-ই ছিল মোর ছাতা।
তোমার নিঃশ্বাসে যার প্রাণ বাঁধা এই ভব সংসারে
তোমা হতে দূরে সে'জন বলো থাকিবে কেমন করে?
কামাল জামাল ওরা সকলে! আমার বাংলাদেশটা?
নব পরিণীতা সুলতানা রোজি মুছেনি মেহেদি রেশটা!
ক্ষমা করো ওগো জাতির পিতা ক্ষমা করো সন্তানে
ঘাতকের সেই আঘাত আজো সইতে পারিনা প্রাণে।
বলতো এবার রাসেলের কথা প্রাণ টা জুড়াই শুনে
শিশুকাল থেকেই যাদু আমার ছিল বেশ মানে গুণে।
ক্ষমা কর ওগো জাতির পিতা চেয়ে দেখো সম্মুখে
জেগে আছে ঐ লক্ষ্য রাসেল ভাই হারানোর শোকে।
কেমন আছে দুই নয়নের মণি আমার রেহানা হাসি
বলতে পারিনি তাদের আমি কতটা যে ভালোবাসি।
তোমার হাসি সারা বিশ্বের কোটি বাঙ্গালীর প্রাণ
দুনিয়ার মাঝে উঁচু করে শির গড়ছে দেশের মান।
তার হাতেই আজ তোমার স্বপ্ন এগিয়ে যাচ্ছে বেশ
একবার এসে দেখে যাও পিতা তোমার বাংলাদেশ।
*****
রচনা কালঃ ১৮ আগস্ট ২০২৩