তুমি দেখছি খুইল্লা দিছো
রূপের পসরা
তোমার কাছে রঙিন বুঝি
এই বসুন্ধরা?
কন্যা গো দেখিয়া তোমার
রূপের বাহার
কতো জনে আইন্না দিচ্ছে
কতো উপহার!
সাগরের সৈকতে তোমায়
লইয়া অবেলায়
কতো জনেই ঘুইরা ঘুইরা
প্রেমের গান গায়।
মৌজ মাস্তি আড্ডা খেলা
রাতে কি বিরাতে
তোমার সাথে কাটায় বসে
মনটাকে ফিরাতে।
বিদেশ থাইক্কা নিয়া আসে
রং বেরঙের শাড়ি
তাই দেখিয়া ভুলেই গেছো
তুমি যে এক নারী।
তুমি এখন করছো না ভয়
যাহাই বলুক লোকে
সময় কিন্তু নয় দূরে আর
খাইবে দেহ পোকে।
যেই রূপের গরবে তুমি
হয়েছো অহংকারী
তখন তুমি বুঝবে ঠিকই
এ রূপ কেমন ভারী।
*****
রচনা কালঃ ৫ জানুয়ারি ২০২৫