আমি বীর বিক্রমে যুদ্ধ করেছি সম্মুখে ছিল খাকি
তোমাদের কভু দেখিনি আমি করছো ডাকাডাকি!
তোমরা তো ছিলে ঘরের কোণে নিরবে নয়টি মাস
যদিও তোমাদের দেখিলে মা'র উঠতো নাভিশ্বাস।
কোন বাড়িতে মুক্তি আছে কার ছেলে গেছে যুদ্ধে
খাকিদের নিয়ে বাড়ি বাড়ি তুমি ছুটনি তার গন্ধে।
তোমরা তো ছিলে নয়টা মাসই বেশ ইবাদতে মত্ত
বাঙালির সাথে যুদ্ধে কখনো লড়নি একথা সত্য!
কার ঘরে কন্যা যুবতি দেখতেও সে বেশ রূপবতী
তাহাদের কাছে দাওনি খবর মিছে নহে একরত্তি!
তোমরাই ছিলে দেশের সেবক আমরাই বিদ্রোহী
হয়তো তখন ছিলাম ভুলে তাইতো নিজেরে দহি।
তাই তোমাদেরে এতো ভালবাসি আমি বীরবিক্রম
রাজা হতে চাই খায়েস ভীষণ থাকিতে দেহের দম।
আমায় যদি দাও রাজা করে দেশ হবে তোমাদের
কথা দিলাম মিটিয়ে দেবোই সব হারানোর জের।
*****
রচনা কালঃ ০১ নভেম্বর ২০২৪