সুজলা সুফলা আমার সোনার
বাংলা মায়ের মুখ
এ কোন মেঘের ছায়ায় ঢাকছে
হারিয়ে যাচ্ছে সুখ!

অভিমানে মুখ ঢাকিও না মাগো
তুমি বীর প্রসবিনী
সহেনা এ প্রাণে দেখিলে তোমার
মলিন বদন খানি।

মনে আছে মাগো মনে আছে সব
ভুলিনি তো সেই দিন
জীবন গেলেও শোধাবোই মাগো
আমরা তোমার ঋণ।

ভেবো না মাগো তোমার ছেলেরা
হারিয়ে গেছে দূরে
আঁচলে তোমার ঢেলে দিতে সুখ
রয়েছি দেশটা জুড়ে।

তোমায় আনিতে সাধনা করেছি
আমরা হাজার বছর
ভালোবেসে তব আসন গড়েছি
জুড়িয়ে বুকের পাঁজর।

ওই চেয়ে দেখো জেগে আছে মা
কোটি কোটি সন্তান
তোমায় কখনো দেবে না হারাতে
যায় যাবে যাক প্রাণ।
*****

রচনা কালঃ ০৫ ডিসেম্বর ২০২৪