আরে! তুই হাসলি যে বেশ?
বুকের কতো পাটা!
জানিস না তুই হাসলে পরে
প্রাণটা যাবে কাটা?

হাসবে তো ঐ বাঁদর গুলো
সঙ্গে এরা ওরা
মানায় কি বল সবার মুখে
মিষ্টি হাসি থোরা?

ওরাই শুধু হাসবে খেলবে
রঙিন পানীয় পিয়ে
অন্য সবার হাসিতে মানা
লুকিয়ে মিটমিটিয়ে!

গুরু মেরে ও হাসবে তারা
হাসবে লুটে কেশ
হাসবে ওরা আগুন দেখে
জ্বলুক সারা দেশ।

যাক না বয়ে শোণিত গঙ্গা
হাসবে ওরা সুখে
মানবতা ওই ঝুলুক গাছে
ফুটবে না রা মুখে।

হাসবে এরা দুহাতে ঝুলিয়ে
মায়ের অন্তর্বাস
বোনের নগ্ন শরীর দেখে ও
মিটাবে মনের আঁশ।

চারদিকে শুধু আঁধারে ঢাকা
যেন কালো অরণ্য
হাসুক তারা-ই অন্তর খুলে
মনটা যাদের বণ্য।

রাখিস লুকিয়ে হাসি আনন্দ
জীবনকে ভালবাসি
যেমন কালো মেঘের ছায়ে
লুকায় চাঁদের হাসি।
*****

রচনা কালঃ ২৩ এপ্রিল ২০২৫