এই অবুঝ মন আমার মানে না মানা
কি দিয়ে বুঝাই তারে নাই তো জানা
এই অবুঝ মন আমার মানে না মানা

যত বলি যা ভুলে যা সেদিনের গীত
দুচোখে ততই ভাসে পুরানো অতীত
হৃদয়ে বাজে শুধু-ই সেই সে তারানা
এই অবুঝ মন আমার মানে না মানা

বাঁচি গো কেমনে বল আমি সে হারা
এ জীবন তাঁরই সাথে বেঁধেছে জুড়া
আমি তো তাঁরই মাঝে হয়েছি ফানা
এই অবুঝ মন আমার মানে না মানা

কে কোথা আছ আমায় দাওনা বলে
জীবনে তাঁহার দেখা পাবো কি ছলে
সে যে এই জড় দেহে প্রাণের ঠিকানা
এই অবুঝ মন আমার মানে না মানা

এই অবুঝ মন আমার মানে না মানা
কি দিয়ে বুঝাই তারে নাই তো জানা
এই অবুঝ মন আমার মানে না মানা
*****

রচনা কালঃ ৪ এপ্রিল ২০২৪