আমি
তোমার মাঝেই বসত করি রাখো কি খবর?
যতই দূরে রাখো আমায় কইরা তুমি পর
তোমাতে রাইখাছি বন্ধক এই পোড়া অন্তর।

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি
কেমন করে থাকো দূরে আমায় একা রাখি?
তুমি ছাড়া আমার জীবন অন্ধকার কবর।
যতই দূরে রাখো আমায় কইরা তুমি পর।
আমি
তোমার মাঝেই বসত করি রাখো কি খবর?

তোমার মাঝে আমি আর আমার মাঝে তুমি
তুমি ছাড়া অন্তর আমার বিরান মরুভূমি।
বুঝতে কি পারো না বুকে বইছে কেমন ঝড়?
যতই দূরে রাখো আমায় কইরা তুমি পর।
আমি
তোমার মাঝেই বসত করি রাখো কি খবর?

যতই দূরে রাখো আমায় কইরা তুমি পর
তোমাতে রাইখাছি বন্ধক এই পোড়া অন্তর।
আমি
তোমার মাঝেই বসত করি রাখো কি খবর?
*****

রচনা কালঃ ১৪ অক্টোবর ২০২৪