এমন যদি হতো
গুরুজনদের দেখে সবাই
করতো মাথানত!
যারা মোদের দেখিয়েছেন
সুপথ সুখের দিন
যাদের জন্য প্রাণ গেলেও
শোধ হবে না ঋণ।
এমন যদি হতো
গুরুজনদের জন্য সবাই
ভাবতো অবিরত।
উন্নত শিরে থাকুক বেঁচে
সে সকল গুরুজন
যে ছায়াতে মানুষ হয়েছি
পূরেছি প্রাণ মন।
এমন যদি হতো
পরের দুঃখে নয়ন জলে
ভাসতো অবিরত।
ফের যদি আসতো ফিরে
সোনালী সেই দিন
সুখে-দুখে এক হয়ে সবে
থাকি তো বিলীন।
এমন যদি হতো
স্বদেশ প্রেমে রইতো মজে
রাজা প্রজা যতো।
থাকি তো না আর বৈষম্য
সাদা কালোর মাঝে
উঠতো গড়ে স্বপ্নের দেশ
নিত্য নতুন সাজে।
এমন যদি হতো
ধর্ম-বর্ণে ভেদাভেদ ভুলে
সবাই ভাইয়ের মতো!
দেশটা হতো স্বর্গের মতো
থাকতো সবে সুখে
সবার উপরে মানব ধর্মই
থাকতো মুখে মুখে।
*****
রচনা কালঃ ১১ অক্টোবর ২০২৪