নিরাশ হইও না ভাই বন্ধু
যত আছো মু'মিনীন
জানো নাকি তুমি ইন্নাল্লাহা
মা আস্ সাবিরীন।
যায় যদিও বা ধন মান জান
রাখিও মনোবল
তিনিই কাফি এরূপ আস্থা
থাক মনে অবিচল।
পাহাড় সমান বিপদ দেখে
হইয়ো না দিশাহীন
আল হাফিজু কুরসি 'পরে
রয়েছেন সমাসীন।
তোমার ধনে অপরের হক
সানন্দে করো দান
আল্লাহর পথে নিজেরে সঁপে
হও গো মহিয়ান।
তাঁহার স্মরণে ধৈর্যের সাথে
চাও তাঁর সাহারা
মহাসংকটে তিনি যে তোমারে
দিবেন পাহারা।
ইস্তাইনু বিস্সাবরি ওয়াস্সালাত
হে মু'মিনীন
ওয়ালা তাহজানু, ইন্নাল্লাহা
মা আস্ সাবিরীন।
*****
রচনা কালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৪