প্রভূ ওগো ডাকছি তোমায়
সূর্য উঠার আগে
আমার সকল ভালোবাসায়
গভীর অনুরাগে।

কাঁদছি বসে তোমার দ্বারে
ওগো মেহেরবান
তোমার পথে চলার দিশা
আমায় করো দান।

গুনাহগার আমি দূর্বল অতি
দাও তব দিদার
করোগো ক্ষমা আপন গুণে
অপরাধ আমার।

তুমি ছাড়া এই দুনিয়াতে
আমি বড় অসহায়
কে তরাবে এই নিদানে
সাথি মোর কেহ নাই।

ভিক্ষা দাও গো করুণা তব
ওহে দয়াময়
তোমায় পাওয়ার সকল বাঁধা
হয় যেনো গো জয়।

দুঃখ ব্যথায় তোমারি নাম
না যেন ভুলি কভু
শক্তিদাতা হে আমায় তুমি
এ শক্তি দাও প্রভূ।

তব নাম স্মরী কাটে যেন
মোর দিবস রজনী
এই শুধু চাই দয়াল আমায়
করো মেহেরবানি।

প্রভু ওগো ডাকছি তোমায়
সূর্য উঠার আগে
আমার সকল ভালোবাসায়
গভীর অনুরাগে।
*****

রচনা কালঃ ০৯ এপ্রিল ২০১৮