ও ভাইজান কেমন আছেন
কেমন হালচাল
বলেন শুনি কাটছে কেমন
আপনার দিনকাল?
কইয়েন না ভাই চতুর্দিকে
দেখছি মেধার ফাল
সন্ত্রাসী আর খুনি ধইরাই
বানায় দেয় জালাল!
কি-ই বা আর করবেন ভাই
এইটা কলি কাল
জনতার চোখে ধুলা দিয়া
কামাইতাছে মাল।
দেখা যাক না এমন কইরা
চলতারে কয়দিন
ভাব দেইখা মনে হইতাছে
ফুরাইয়া গেছে দিন!
আইচ্ছা ভাই কইনছেন দেহি
কেমন আছলেন আগে
পরিবেশ আর বাজার ঘাট
অহন কেমন লাগে?
কি কইতাম আর দুঃখের কথা
আগেই আছলাম ভালা
দেশটারে দিছে ধ্বংস কইরা
ধান্দাবাজ সব শালা!
*****
রচনা কালঃ ১৫ ডিসেম্বর ২০২৪