কতকাল ধরে ডাকছি তোমারে
কত না মিনতি করে
অভিমানে তুমি থেকো নাগো আর
এতটা দূরে সরে।

ওগো সুন্দরম প্রিয়তম মোর
আমি তোমাকেই শুধু চাই
তুমি ছাড়া এই ত্রিভুবনে আমার
আপন আর কেহ নাই।

তোমারে দেখিতে চুপিসারে আমি
ছুটে যাই মাঝ রাতে
মনে আছে যত আবেগ জমানো
বলিতে তোমার সাথে।

পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ
যত আছে সংসারে
দু-জনাতে হবে প্রেমালাপ কতো
গোপন এই অভিসারে।

আশায় আশায় রাত কেটে যায়
মেলে না তোমার দেখা
তবু চেয়ে থাকি অসীমের পানে
দেখিতে আলোর রেখা।

তুমি বিহনে কে আছে আমারে
এতটা বাসিবে ভালো
গহীন আঁধারে তুমি ছাড়া আর
কে দেবে আমারে আলো?

আমি যে তোমার প্রেমের ভিখারি
তোমারেই শুধু চাই
তোমার-ই কাছে তাই তো আমি
বারে বারে ছুটে যাই।

দেখা দাও ওগো প্রিয়তম মোর
দেখা দাও একটি বার
তোমারে দেখিয়া এহৃদয় আমার
জুরাক হাজার বার।
*****

রচনা কালঃ ১২ জানুয়ারি ২০২৪