বাংলার আকাশে কালো মেঘে  
ঢেকেছে নীলাচল
অভিমানে তাই অঝোরে ঝরে
মায়ের আঁখি জল।

লাখো শহীদের রক্তে রাঙানো
আমার স্বাধীন দেশ
খামছে ধরেছে শকুনের পালে
করে দিতে নিঃশেষ।

তোমার জমিনে ঘুরছে আবার
নরপিশাচের দল
হিংস্র থাবায় ভেঙে দিতে চায়
বাঙালির মনোবল।

অকাতরে প্রাণ ঢেলে দিল যেই
বিজয়ী মুক্তিসেনা
তাদের স্মৃতিতে আঘাত হানছে
কাপুরুষ হায়েনা।

মানুষের রূপে সেজে অমানুষে
করিতেছে অপমান
আমি নই কভু তাহাদের মতো
বর্বর ও বেঈমান।

আমরা কি কভু ভুলিতে পারি
তাহাদের অবদান
মোদের গরবে করিতেছে ক্ষত
এরা কার সন্তান?

লাখো শহীদের জীবনের দামে
এই স্বাধীনতা কেনা
যায় যদি যাক কোটি প্রাণ তবু
বৃথা যেতে দেব না।
*****

রচনা কালঃ ১১ আগষ্ট ২০২৪