ফিরে এসো বন্ধু
যেও না গো আমাদের ছেড়ে
তুমি যদি হেরে যাও
আমরাও যাব যে হেরে।
তুমি আছো থাকবে
চিরদিন আমাদের মনে
ফিরে এসো বন্ধু
ডাকছি তোমায় গানে গানে
আবার মাতাবে তুমি
আমাদের মিলন মেলা
হাঁসি গান হৈচৈ আনন্দে
কাটাবো বেলা।
তুমি ছিলে তুমি আছো
থাকবে আমাদের দলে
আবার সকলে মোরা
নাচবো গানের তালে তালে।
ফিরে এসো বন্ধু
যেও না গো আমাদের ছেড়ে
তুমি যদি হেরে যাও
আমরাও যাব যে হেরে।
*****
রচনাকাল: ১৮ ফেব্রুয়ারি ২০২১
নোট: বন্ধু লুনা হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় ল্যাবএইডের সিসিইউ'তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তাকে উদ্দেশ্য করে লেখা।