তুমি যে চিতার আগুন
জ্বালিয়ে দিলে এই মনে
এ আগুন নিভাই বল কেমনে
এ যে নিদারুণ আগুন
জল দিলে আরো জ্বলে দ্বিগুণ
যে আগুন জড়িয়ে গেছে জীবনে
এ আগুন নিভাই বল কেমনে
তুমি যে চিতার আগুন
জ্বালিয়ে দিলে এই মনে
পুড়ছে এ হৃদয় আমার
বুঝবে কে গো এ জ্বালা আর
যে অনল জ্বলছে আমার ভুবনে
এ আগুন নিভাই বল কেমনে
তুমি যে চিতার আগুন
জ্বালিয়ে দিলে এই মনে
এ অনল জ্বলছে এমন
বুঝি এই দহনেই এলো মরণ
যে দহনে পুড়ছে হৃদয় আনমনে
এ আগুন নিভাই বল কেমনে
তুমি যে চিতার আগুন
জ্বালিয়ে দিলে এই মনে
তুমি যে চিতার আগুন
জ্বালিয়ে দিলে এই মনে
এ আগুন নিভাই বল কেমনে
*****
রচনা কালঃ ২৮ অক্টোবর ২০২২