অনিমেষ এই আঁখি পাতে মোর
আবেশ জড়িয়ে আসে
ইহকালে আর দেখবো না তারে
ঈক্ষণ জলে ভাসে
উষাকালে যবে এসেছিলে তুমি
ঊর্বশী সাজ সেজে
ঋজু অন্তরে রেখেছি তোমারে
এই জীবনের ভাঁজে
ঐরূপ আর দেখবো না চোখে
ওগো মোর প্রাণ পাখি
ঔজসিক আমি নইকো এতো
কেমনে গো বেঁচে থাকি
*****
রচনা কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৪