তুমি একটা নীল শাড়ি চেয়েছিলে
দুই হাতে ভরা নীলাভ রেশমি চুড়ি
নীল সুতায় মোড়ানো ঝুমকা জোড়া।
ভেবেছিলাম তা দেবো ফসল তুলে
বধু সাজে তুমি পরিবে নীলাম্বরি
নীল জলে যেন নীল কলমির তোড়া।
ঘোমটা তুলে দেখবো রাঙা মুখ
ঝুমকা দুটি দোলবে ঈষৎ বায়ে
নীল কন্ঠি দোলবে তোমার গলে।
অপলক চেয়ে থাকবে দুটি চোখ
লুকাবে আমায় তোমার নিবিড় ছায়ে
সুখের ভেলায় ভাসব দুজনে মিলে।
হঠাৎ পরলো এ প্রেম নীলিম চোখে
ঈর্ষায় ঢেলে নীল করে দিলো প্রেম
ফসল আমার হলোনা আর পাওয়া।
তুমি চলে গেলে আমায় একা রেখে
রইলো পড়ে নীল সুতো কারু হেম
এজীবন হলো নীল বেদনায় ছাওয়া।
কতো স্বপ্ন-ই দেখেছি দুজনে মিলে
ভেবেছি সুখে থাকবেনা কোন জুড়ি
জীবন আবার সাজাবো নতুন করে।
কি আশায় তুমি আমায় একা ফেলে
নীল যমুনায় কোন সুখে দিলে পাড়ি
দিন কাটে মোর নীল বেদনার ঝড়ে।
*****
রচনা কালঃ ২৩ নভেম্বর ২০২৩