প্রিয় লাল,
          আমি জানি তুই কেমন আছিস তাই জিজ্ঞাসা করব না। বর্তমান দম বন্ধ হওয়া অস্বস্তিকর দিনগুলোতে হরিণের মত চঞ্চলা তোর সেই আনন্দঘন ঝলমলে দিনগুলিকে খুব বেশি মিস করছি।
             সেই কবে পরাধীন! যুগে তোর সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল গান হয়েছিল আনন্দে মাতামাতি হয়েছিল। আজ নাকি দেশ স্বাধীন! হয়েছে কিন্তু মন খুলে তোর সাথে কথা বলতে পারি না, আবেগ ভরা কন্ঠে আত্মহারা হয়ে আমার সোনার বাংলা গাইতে পারিনা। চারিদিকে শুধু শিয়াল আর শকুনের হুংকার। কোথাও একটু লাল সবুজের গন্ধ পেলেই হামলে পড়ছে ক্ষুধার্ত নর খাদকেরা। চির গৌরবের পতাকাটা আজ হুমকির মুখে। চারদিকে দ্রোহের আগুনে নীল আকাশের উড়ন্ত পতাকা টাকে খুব বিবর্ণ লাগছে। হৃদয়ে রক্তক্ষরণ তবুও মনে আশা বুকে বল নিয়ে সময় অতিবাহিত করছি।
            জানি তোরও খুব কষ্ট হচ্ছে। ভাবিস না, আমরা এখনো জেগে আছি। জীবন দিয়ে হলেও সুখের সেই দিনগুলো আবার ফিরিয়ে আনবোই। দোয়া কর ইনশাআল্লাহ পূর্ব দিগন্তে আবার নতুন সূর্য উঠবেই। আবার হেসে উঠবেই আমাদের এই আঙিনা। ভালো থাকিস সাবধানে থাকিস।
                        ইতি তোর সবুজ।

রচনা কালঃ ২ সেপ্টেম্বর ২০২৪