তোমরা সবে দেখছো আমার
হাসি মাখা এই মুখ
দেখো না কেউ আড়ালে তার
বইছে কেমন সুখ।
কেমন সুখে দিন কেটে যায়
কেমন সুখে রাত
কেমন সুখে ঘুমের ঘোরে
সাজাই সুখ প্রভাত।
দেখছো সবে সদা আমায়
হাসি খেলায় মুখর
দেখছো না কেউ কেমন সুখে
হৃদয় হল ধূসর।
দেখলে না কেউ কোন বিষাদে
হৃদয়টা আজ নীরব
অনেক সাধের স্বপ্ন গুলো
আজ কেন হলো শব।
কত আশায় বেঁধে ছিলাম আমি
ছোট্ট সুখের ঘর
দেখলে না কেউ আড়ালে তার
দুঃখ নিরন্তর।
*****
রচনাকাল: ১০ অক্টোবর ২০১৭