কারো কাছে লাভলি তুমি
কারো কাছে হেব্বি
কারো কাছে সো কিউটি
কারো কাছে প্রীটি।

কারো কাছে দারুন তুমি
কারো কাছে আগুন
কারো কাছে সেক্সি ভীষণ
কারো কাছে ফাগুন।

কারো আবার সাধ মিটে না
কারো আরোও চাই
কারো কারো নয়ন জুড়ায়
পাওয়ার সাধ্য নাই।

কারো বাড়ে ধুক্ ধুকানি
কারো নয়ন সিক্ত
কারো আবার অনিদ্রাতে
দেহ পরাণ রিক্ত।

কারো কাছে সুন্দর আবার
কারো লা জওয়াব
কারো কাছে রূপের রানী
দারুন তোমার ভাব।

রূপে তোমার ছেলে বুড়ো
রাখে খুব নজর
প্রেমের আবেগ ঢেলে দিয়ে
বলে নীড মোর।

উজাড় করে বিলিয়ে দিতে
রূপের করো চাষ
সবার মনের তৃষ্ণা মেটাও
ভাব খানা বিন্দাস।

ভেবেছো কি যখন তোমায়
যেতে হবে পরপারে
আজকে যারা মজা নিল
সেইদিন যাবে সরে।
*****

রচনা কালঃ ১৭ জানুয়ারি ২০২৪