সবুর করো, সবুর করো ওহে মোমিন ভাই
সবুরেতে আল্লাহ খুশি পাক কুরআনে পাই
সবুর করো, সবুর করো ওহে মোমিন ভাই

হোকনা বিপদ যতোই বড়
খোদার করুণা আরো বড়
তাঁর করুণায় সকল বিপদ মিশিবে ধুলায়
সবুর করো, সবুর করো ওহে মোমিন ভাই

খোদার প্রেমে ধৈর্য্য ধরো
নামাজে তাঁর স্মরণ করো
পাইবে তাঁরে তোমার সাথে কোন দ্বিধা নাই
সবুর করো, সবুর করো ওহে মোমিন ভাই

তোমার সকল ঘোর আঁধারে
ভরসা থাকুক খোদার ‘পরে
ধোয়ার মতো যাবেই উড়ে যা আছে বালাই
সবুর করো, সবুর করো ওহে মোমিন ভাই

সবুর করো, সবুর করো ওহে মোমিন ভাই
সবুরেতে আল্লাহ খুশি পাক কুরআনে পাই
সবুর করো, সবুর করো ওহে মোমিন ভাই


****
রচনাকালঃ ১৪ জানুয়ারি ২০১৯