মেকাপের আড়ালে সজ্জিত
এক বাংলার মহারানী
প্রথম দেখায় চিনিনি তাহার
আসল সুরত খানি।

স্বামী হারানোর মেকি কান্না
বুঝেনি এ জনগণ
অসহায় ভেবে এই বধূকেই
দিয়েছিল সঁপে মন।

স্বপ্নেও যাহা ভাবেনি সেই
আনকোরা গৃহবধূ  
না চাইতে যেন হাতে পেল
আলাউদ্দিনের জাদু।

এ ভালোবাসার প্রতিদানে
সে দিয়েছিল অবহেলা
দুঃখী বাঙালির স্বপ্ন নিয়ে
করেছিল হেলাফেলা।

রৌদ চশমায় লুকানো প্রেম
প্রকাশিল সহসাই
আঁচল তলে রাজাকার সব
বাঙালির মুখে ছাই।

দর্পে চলেছে দেশবিরোধীরা
জনতা পায় না খেতে
মঙ্গা পিরিত এদেশের মানুষ
ভিক্ষার ঝুলি হাতে।

লাখো শহীদের রক্তে কেনা
এই মাটি এই দেশ
শোষণ করছে পুরানো শকুন
দুঃখের নাই তো শেষ।

অধিকার চেয়ে গুলিতে ম'লো
কাঙ্গাল কৃষক জনতা
দুঃখী অসহায় দেশের মানুষে
সহিতে পারেনা ব্যথা।

ভুলের মাসুল দিয়েছি কতো
হয়েছে অনেক শিক্ষা
আপন চিনিতে হবে না ভুল
এইতো নিয়েছি দীক্ষা।

বিক্ষোভে ফেটে পড়ে জনতা
বাজি রেখে নিজ প্রাণ
রক্তে কেনা স্বাধীন এই দেশ
রাখতেই হবে মান।

অবশেষে এই দুঃখী জনতায়
চিনে নেয় নিজ পথ
এগিয়ে যাচ্ছে সোনার বাংলা
রুখিবে কে জয় রথ।
*****

রচনা কালঃ ৬ অক্টোবর ২০২৩