ও আমার স্বদেশ মা গো জন্মভূমি
পৃথিবীর সকল দেশের সেরা তুমি।
তোমার রূপের শোভা আকুল করা
তোমার আলো হাওয়ায় বাঁচা মরা।
কি সুধা তোমার রূপে গন্ধে মাগো
আমারই জন্যে তুমি সদাই জাগো।
ফুলে ফলে শস্যে ভরা থাকো তুমি
মিটেনা পিয়াস তোমার চরণ চুমি।
তোমার সবুজ মাঠে সোনা দোলে
মাঝিরা গান গায় মন পরান খুলে।
তোমার নদী জলে হই শুচি রোজ
তোমার প্রেমে আমি সদাই অবুঝ।
সার্থক জন্ম মাগো তোমার কোলে
শিখেছি মা বলিতে তোমার বোলে।
তোমারই জন্যে কতো মা'র সন্তান
দিয়েছে জীবন তবুও দেয়নি মান।
তোমারই কাছে মাগো নুয়াই মাথা
গেয়ে যাই শুধু তোমার জয় গাঁথা।
ঘুমিয়ে গেলে মাগো তোমার বুকে
জানি সে অনন্তকাল কাটবে সুখে।
*****
রচনা কালঃ ২০ ডিসেম্বর ২০২৪