ওই দেখা যায় চন্দ্র তারা
ওই দেখা যায় জিন্না
বাঁদর গুলো নাচছে দেখ
তাক্ ধিনা ধিন্ ধিন্না।

শহীদের কথা ভাবতে হবে
এটা নাকি সেই দিন না!
ভাষার তরে মরলো যারা
তাহাদেরে করে ঘিণ্ণা।

স্বাধীনতার নামে আবার
আনছে শকুন কিন্না!
সামনে আরো দিন আছে
এটাই শেষ দিন না।

মুখের ভাষা মা মাটি দেশ
বুকের রক্তে কিন্না।
হায়েনা নর পিশাচ থেকে
আনছি কিন্তু ছিন্না।

এই দেশেরই মানুষ তোরা
তোরা কিন্তু জ্বীন না
বাঙালিরা তোদের মুখোশ
রাখছে ভালোই চিন্না।

এই বাঙালি বীরের জাতি
কভু শির-দাঁড়া হীন না
স্বাধীনতার প্রশ্নে আমরা
কখনো উদাসীন না।
*****

রচনা কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৪